Site icon janatar kalam

পর্যটকদের সুবিধার্থে অনলাইন বুকিং এর উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বুধবার আগরতলা গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের অত্যাধুনিক অনলাইন বুকিং পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রাণজিত সিংহ রায়। এই অত্যাধুনিক অনলাইন বুকিং পোর্টালের মাধ্যমে এখন থেকে দেশ-বিদেশের পর্যটকরা ঘরে বসেই রাজ্যের দর্শনীয় স্থানগুলি পরিদর্শনের জন্য বুকিং করতে পারবে। অত্যন্ত সময়ে উপযোগী এই সিস্টেমের এদিন আনুষ্ঠানিক সূচনা করলেন মন্ত্রী শ্রী সিংহ রায়। দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের পাশে রেখে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান পর্যটন শিল্পের খতিয়ান তুলে ধরে মন্ত্রী শ্রী সিংহ রায় জানান, রাজ্যে এখন পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। আগরতলা পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসে নতুন ভাবে গড়ে উঠবে অত্যাধুনিক স্টেট মিউজিয়াম। রাজ্য সরকারের দাবি মেনে এর মধ্যেই কেন্দ্রীয় সরকার স্টেট মিউজিয়াম করার জন্য ৪০ কোটি টাকা অনুমোদন দিয়েছে। যার মধ্যে দশ কোটি টাকা ইতিমধ্যেই পাওয়া গেছে। স্টেট মিউজিয়াম নির্মাণ করার জন্য টেন্ডারের কাজও সম্পন্ন।

Exit mobile version