জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-পারিবারিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে পানীয় জল সরবরাহ করা কিংবা পৌর নিগম এলাকার কোথাও পানীয় জলের সমস্যা দেখা দিলে সেই সমস্যা দূরীকরণের লক্ষ্যেই পৌর নিগম ১১ লক্ষ ৪৯ হাজার টাকা খরচ করে নতুন করে দশটি পানীয় জলের ট্যাঙ্কার নির্মাণ করে। অতীতে যেখানে সেই সংখ্যা ছিল মাত্র তিনটি। স্বল্প সংখ্যক ট্যাংকার দিয়ে অস্থায়ী সমস্যার সমাধান না হওয়ার জন্য প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হন শহরবাসীকে। তাই তাদের এই সমস্যা দূরীকরণের লক্ষ্যেই পৌর নিগম নতুন করে আরো দশটি ট্যাঙ্কার চালু করার উদ্যোগ নেয়। যেমন উদ্যোগ তেমন কাজ। বুধবার রাজধানীর সিটি সেন্টারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০০০ লিটারের পানীয় জলের দশটি নতুন ট্যাঙ্কারের আনুষ্ঠানিক সূচনা করলেন মেয়র দীপক মজুমদার। ডেপুটি মেয়র মনিকা দেব দত্ত ও পৌরনিগমের মেয়র পরিষদের সদস্যদের সাথে নিয়ে সবুজ পতাকা নেড়ে এদিন নতুন ট্যাংকারের উদ্বোধন করলেন মেয়র সাহেব। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান, পর্যাপ্ত সংখ্যক ট্যাংকার না থাকার কারণে এতদিন ধরে পানীয় জলের সংকটে ভুগছিলেন শহরের একাংশ নাগরিক। তাই তাদের এই সমস্যার সমাধানের লক্ষ্যেই এধরনের উদ্যোগ।