জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সারাদিন পরিশ্রম করে সৎ পথে অর্থ উপার্জন করার পর সেই অর্থে থাবা বসাচ্ছে দুষ্কৃতিকারীরা। তাও আবার প্রকাশে দিবালোকে। আগরতলা শহরের একাংশ রিক্সা শ্রমিকদের অভিযোগ শ্রমিক সংগঠনের নেতৃত্বের মদতেই চলছে এই অর্থ আদায়। অত্যন্ত গুরুতর এই বিষয়টি রিকশা শ্রমিকদের তরফে বিবেকানন্দ বিচার মঞ্চ অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘের কর্মকর্তাদের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলে, তৎপর হয়ে ওঠেন নেতারা। মঙ্গলবার সংগঠনের এক প্রতিনিধিদল রিক্সা শ্রমিকদের কাছ থেকে টাকা আদায় করার বিষয়টি নিয়ে দ্বারস্থ হলেন পূর্ব থানার। ই রিক্সা শ্রমিক সংঘের রাজ্য নেতৃত্ব ইমাম হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল পূর্ব থানার আধিকারিক এর সাথে দেখা করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে রিক্সা শ্রমিকরা বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলবে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর জন্য দায়ী থাকবে পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই হুঁশিয়ারি বার্তা দিলেন শ্রমিক নেতা ইমাম হোসেন।