জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ৯ আগস্ট দিনটিতেই ইংরেজ ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তাই বিগত দিনের মত আবারও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার উদযাপন করল দিনটি। কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে। সেখানে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও বিভিন্ন গণসংগঠনের পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। পরে গান্ধীজি, নেতাজি, জহরলাল নেহেরু ও সরদার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা,গোপাল চন্দ্র রায়, দলের রাজ্য পর্যবেক্ষক সারিথাসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। পরে সেখান থেকে কংগ্রেস দলের নেতাকর্মীরা গান্ধীঘাটে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।