জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের ৫% বকেয়া মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয়। যদিও অস্বাভাবিক দ্রব্যমূল্যের মধ্যে কর্মচারীরা আরও বকেয়া রয়েছে ২৬ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার। এরপরেও রাজ্য সরকার যে সিদ্ধান্ত কর্মচারীদের স্বার্থে নিয়েছেন তার জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে এবার রাস্তায় নামল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। সোমবার অফিস ছুটির পর ফেডারেশনের কর্মীরা সরকারকে অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের সংঘটিত করে এক মিছিল। এদিনের এই মিছিল থেকে দাবি উঠে কর্মচারীদের বকেয়া ২৬ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, বাগিচা শ্রমিক সহ সর্বস্তরের অনিয়মিত কর্মচারীদের চাকরিতে নিয়মিত করন, পিএসইউ কর্মচারীদের রাজ্য সরকারের কর্মচারীদের ন্যায় পেনশন প্রদান ইত্যাদি। এদিনের এই অভিনন্দন জ্ঞাপন মিছিলের নেতৃত্ব দেন ফেডারেশনের রাজ্য সচিব সমর রায়।