Site icon janatar kalam

নতুন বিদ্যুৎ আইনের প্রতিবাদ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সরকার বিদ্যুৎ আরো লাভজনক করে উৎপাদন, পরিবহন ও বন্টন এই তিন ভাগে বিভক্ত করে পুজি পতিদের হাতে তুলে দিতে তৈরি করে নতুন বিদ্যুৎ আইন সংশোধনী বিল। ইতিমধ্যেই এই বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয়। বিলটি আইনের রূপায়িত করার জন্য সোমবার পার্লামেন্ট অধিবেশনের উত্থাপন করে সরকারপক্ষ। কোন ধরনের আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের প্রতিবাদে সোমবার দেশব্যাপী কালা দিবস পালন করার সিদ্ধান্ত নেয় অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন। সর্বভারতীয় এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলাতেও রাস্তায় নামে সংগঠনের কর্মীরা। রাজধানীর বটতলা এলাকায় সংগঠনের কর্মীরা হাতে দাবী সনদ সম্বলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে এদিন। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির শেষে এদিন বিদ্যুৎ বিলের প্রতিলিপি পোড়ানো হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।

Exit mobile version