Site icon janatar kalam

অঙ্গনওয়াড়ি নেত্রী মঞ্জুলার উল্টো সুর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা দীর্ঘদিন ধরেই আর্থিক বঞ্চনার শিকার। তাই সম্প্রতি দপ্তরের আধিকারিক এর কাছে অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সম্পাদিকা মঞ্জুলা চক্রবর্তী দপ্তরের অধিকর্তার কাছে রাজ্যের অঙ্গনারী কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়ার স্মারকলিপি তুলে দিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করে আগামী দিন বৃহত্তর আন্দোলন সংঘটিত করার হুঁশিয়ারি বার্তা দিয়েছিলেন। এর মধ্যেই আবার অঙ্গনওয়াড়ি কর্মীদের আরো একটি সংগঠন একই দাবি নিয়ে রাস্তায় নামে। পৃথক আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ হওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশিত হতেই যেন উল্টো সুর গাইতে শুরু করলেন মঞ্জুলা দেবী। নিজেদের সংগঠন ভাঙতে দেখে এবার হতাশাগ্রস্ত হয়ে অনেকটা চাপে পড়ে সরকারের পক্ষে নিলেন তিনি। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা বটতলা মজদুর মনিটরিং সেল এর কার্যালয়। এদিন এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবী দেওয়ার প্রতি সহানুভূতিশীল সরকার। খুব শীঘ্রই দাবিগুলি পূরণের ক্ষেত্রে দপ্তর প্রয়োজনীয় ঘোষণা দেবে বলে আধিকারিকরা আশ্বস্ত করেছেন। তিনি জানান রাষ্ট্রবাদী সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশে রয়েছে।

Exit mobile version