জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবার দিনটি রোটারি ক্লাব বন্ধুত্বপূর্ণ দিবস হিসাবে উদযাপন করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়।বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এদিন উদযাপন করা হয় দিনটি। এবছর রোটারি ক্লাব অফ আগরতলা বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী তথা বিজিবির এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তথা বিএসএফের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বেশি মজবুত করার লক্ষ্য নিয়ে দিনটি উদযাপন করল। এদিন দুই সীমান্ত রক্ষী বাহিনীর জোয়ানদের হাতে ফ্রেন্ডশিপ ডে ব্যান পড়িয়ে এবং তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিলেন রোটারি ক্লাব অফ আগরতলার সদস্যরা। ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সংগঠনের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন এই দিবসে একটাই বার্তা সবার মধ্যে শান্তি বজায় রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বেশি করে মজবুত হোক।