Site icon janatar kalam

কংগ্রেসে যোগদানে বাপটুকে কটাক্ষ তৃণমূল নেতা রাজিব ব্যানার্জির

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপটু চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে যোগদান করার মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজিব ব্যানার্জি। রবিবার দুপুরে আগরতলায় প্রদেশ তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যারা দল ত্যাগ করে তারা ক্ষমতার লোভী। সংসদীয় রাজনীতিতে জনপ্রতিনিধি হতে চান তারা। এসব ব্যক্তিদের দরকার নেই তৃণমূলের। যারা সত্যি কারের দল করতে চায়, সত্যিকারে মানুষের পাশে থেকে গণতন্ত্র বিপন্ন ত্রিপুরাতে বাঁচাতে চায় তারা তৃণমূল কংগ্রেসের আগামী দিনও থাকবে। যারা দল ছাড়ছে তারা নিজেদের স্বার্থকেই দেখছে। এতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন শ্রী ব্যানার্জি। তিনি আরো বলেন,
রাজনীতিতে এদের বিশ্বাসযোগ্যতা আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। যারা বারবার দল বদল করে তারা আয়া রাম গয়া রাম। এরা হচ্ছে হাওয়া মোরগ। ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এধরনের নেতৃত্বদের নিয়ে চিন্তা করেনা।

Exit mobile version