জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নানান কর্মসূচির মাধ্যমে রাজ্যে উদযাপিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ। ১লা অগাস্ট থেকে শুরু হয় এই সপ্তাহ উদযাপন। প্রথম চালু হয়েছিল ১৯৯২ সালে। রাজ্যের বিভিন্ন স্বাস্থকেন্দ্রে স্বাস্থ পরিষেবা নিতে আসা গর্ববতী মা ও সদ্য সন্তান জন্ম দেওয়া মা’দের মাতৃ দুগ্ধ পান করানোর পদ্ধতি ,তার উপকারিতা সম্পর্কে ওয়াকিবহাল করা হয় বলে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পশ্চিম জেলার স্বাস্থ্য অধিকর্তা দেবাশীষ রায়। ছিলেন প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর জে.এল বৈদ্য।