Site icon janatar kalam

স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে গুরুত্বারোপ আলোচনা মুখ্যমন্ত্রীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড: মন্ডভিয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাত করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। আলোচনা করেন স্বাস্থ্য পরিকাঠামোগত বিকাশে রাজ্য সরকারের চলমান প্রকল্প গুলি নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহাকে। বলেন, ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকার অত্যন্ত আন্তরিক। রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে রাজ্য সরকার যে ধরনের প্রস্তাব পাঠায়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মনজুর করছে।

Exit mobile version