জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্কুল গুলির শিক্ষক স্বল্পতা খানিকটা দূরীকরনের লক্ষ্যে অবিলম্বে টেট উত্তীর্ণ সমস্ত বেকার যুবক-যুবতীদের একসাথে নিয়োগ করতে হবে। এই দাবিতে প্রতিনিয়তই চলছে টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের লড়াই সংগ্রাম। শনিবার ফের আরো একবার এই দাবিতে রাস্তায় নামে তারা। এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীদের এক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে মিলিত হয়। পরে বেকারদের পক্ষে এক প্রতিনিধি দল দপ্তরের অতিরিক্ত অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারক লিপি তুলে দেয়। অবিলম্বে তাদের দাবি পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এদিন।