জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শুক্রবার রাণীরবাজার পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন বুথের বুথ সভাপতিদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করেছে এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজাদী কা অমৃত মহোৎসব কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী 13 থেকে 15 আগস্ট সারা দেশের প্রতিটি বাড়িতে তিরঙ্গা পতাকা তোলা হবে। সেই অনুসারে ত্রিপুরা রাজ্যের প্রায় প্রত্যেক পরিবারে জাতীয় পতাকা তোলার লক্ষ্যমাত্রায় নেওয়া হয়েছে।এই কাজটি সুচারুরূপে সম্পন্ন করার জন্য যুবসমাজের প্রতি আহবান রেখেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী নিজ বিধানসভা এলাকা সহ রাজ্যের সব কটি বিধানসভা এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি জাতীয় পতাকা তোলার আহ্বান রাখেন।