জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হর ঘর তিরঙ্গা অভিযানের স্বার্থক রূপান্তরের লক্ষ্যে , ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার পৌরহিত্যে ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শ্রী দেব বলেন , ভিন্নতার মাঝেও সবাইকে একই সূত্রে গ্রথিত করণের দ্বারা ঐক্য ও সৌভাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে আমাদের গৌরবের জাতীয় পতাকা। সুতরাং আগামী 13 থেকে 15 আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচির সঠিক রুপায়ন একটি নৈতিক কর্তব্য।