Site icon janatar kalam

দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে যুবাদের : সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা’র সুযোগ্য নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন সরকার কৃষক, দরিদ্র, সুবিধাবঞ্চিত, তরুণ,যুবা, মহিলা এবং নব্য মধ্যবিত্তদের আকাঙ্খা পূরণ করতে এবং উন্নয়ন-ভিত্তিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীজী’র নেতৃত্বে এনডিএ সরকার ভারতের অগ্রগতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।শুক্রবার জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে ভারতীয় জনতা পার্টির ১০-মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে আয়োজিত কার্য্যাকারিণী বৈঠকে যুবাদের উদ্দেশ্য করে কথাগুলো বলেন রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী আরও বলেন, জনকল্যাণে যুবকদের সেবামূলক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে। এই দিনের বৈঠকে যুব মোর্চা পদাধিকারীরা উপস্থিত ছিলেন। যুবাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও মার্গদর্শনে দেশের ও রাজ্যের উন্নয়নমূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঙ্গবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য আহ্বন রাখেন মন্ত্রী।

Exit mobile version