জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন সংঘটিত হয় নানা আন্দোলন কর্মসূচি। কেন্দ্রীয়ভাবে মূল কর্মসূচিটি হয় রাজধানী আগরতলায়। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন আগরতলায় রাজভবন অভিযান সংঘটিত করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সারকেট হাউস সংলগ্ন এলাকায় পৌঁছালে পুলিশ মিছিলের গতিরোধ করে। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক সুদিপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা প্রমুখ।