জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আজাদীকা অমৃত মহোৎসব বর্ষে স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ১৩ আগস্ট সকালে মহাকরণের সামনে বিশালাকার জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়া পৌর নিগম এলাকার উত্তর গেইট, মহাকরণের সামনে, ডিমসাগর এলাকা, কামান চৌমুনী, আইজিএম হাসপাতাল সংলগ্ন সড়ক, হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ, বটতলা মহাশ্মশান, গান্ধী ঘাট সহ শহরের বিভিন্ন এলাকা আলোকসজ্জার আয়োজন করে পৌর নিগম। শুক্রবার পৌরনিগমের কনফারেন্স হলে পশ্চিম জেলার জেলাশাসক্ষকে পাশে রেখে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেয়র দীপক মজুমদার। তিনি আরো জানান ১৫ আগস্ট এর দিন সন্ধ্যায় পৌরনিগমের উদ্যোগে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক সংগীত ও নাচ গান সহ এই অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট নাগরিকদের সম্মান জানানো হবে। তাই ১৩ থেকে ১৫ ই আগস্ট পৌর নিগম এলাকার প্রতিটি নাগরিক ও ব্যবসায়ীবৃন্দ গৌরবময় দিনটি জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদযাপন করার আহ্বান জানান তিনি।