জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনারের কাছে শুক্রবার ডেপুটেশন দিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা । ৭ দফা দাবিতে এই দিন এই ডেপুটেশন প্রদান করা হয়। এই বিষয়ে রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের সভাপতি পান্না দেব জানান রাস্তা ঘাট সংস্কার, মশার উপদ্রব থেকে শহর বাসিকে রক্ষা করার জন্য উন্নত ধরনের ওষুধের ব্যবহার, এবং অল্প বৃষ্টিতেই শহরে জল জমে বান ভাসি হয়ে যায় ইত্যাদি এই ধরনের ৭ টি দাবি নিয়ে এই দিন এই ডেপুটেশন প্রদান করা হয়। এই দিন এই ডেপুটেশন প্রদানে প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের অন্যন্য নেত্রি এবং কর্মীরা উপস্থিত ছিলেন। শহরবাসীর এই সমস্যা গুলো নিরসনে তাদের ডেপুটেশন প্রদান বলেও জানানো হয় এদিন।