Site icon janatar kalam

৬ আগরতলায় তেইশে ফুটাবে পদ্ম প্রস্তুতিতে বিজেপি তপশিলি জাতি মোর্চা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনে যে করেই হোক ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে ফুটাতে হবে পদ্ম ফুল। এই অঙ্গীকার করে মাঠে ঝাঁপিয়ে পড়েছে স্বদেশ বিজেপির সবকটি শাখা সংগঠন। শুক্রবার ৬আগরতলা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপি তপশিলি জাতি মোর্চার কার্যকারীনি বৈঠক।বৈঠকে ৬ আগরতলায় বিধানসভা কেন্দ্রে প্রতিটি বুথ কমিটিকে এখন থেকেই মাঠে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর রাধানগর বাস স্ট্যান্ডস্থিত বেসরকারি একটি হোটেলে আয়োজিত তপশিলি জাতি মোর্চার কার্যকারীনি বৈঠকে উপস্থিত ছিলেন তপশিলি জাতি মোর্চার রাজ্য কমিটির নেতৃবৃন্দ।

Exit mobile version