জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলায় ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির সপ্তম ত্রৈবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। মন্ত্রি শ্রীদেব ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর প্রদীপ চন্দ সহ আরো অনেকে। সম্মেলনে উপস্থিত থেকে মন্ত্রী শ্রীদেব এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের গণ বন্টন ব্যবস্থা প্রসঙ্গে বলেন, দেশের অন্যান্য রাজ্য থেকে এই রাজ্যের গণবন্টন ব্যবস্থা অনেক ভালো।সরকারি ন্যায্য মূল্যের দোকান গুলির মাধ্যমে খুব শীঘ্রই ভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে ২০০ গ্রামের সোয়াবিনের প্যাকেট। ইতিমধ্যেই এর জন্য টেন্ডার করা হয়ে গেছে। শুধু তাই নয়, ভবিষ্যতে রেশন শপে আরও বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের।