জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বটতলাতে কোন ধরনের যানবাহন দাঁড়াতে পারবেনা। নির্দেশ জারি করেছিলেন পূর্বতন জেলা শাসক ডক্টর শৈলেশ যাদব। বর্তমানে ট্রাফিকি নিষ্ক্রিয়তায় সমস্ত ধরনের যানবাহন বটতলাতে পার্কিং করছে। ফলে নাগের জলা মোটর স্ট্যান্ডে যাত্রীসাধারণ ঢুকছে না।রাস্তার মধ্যে গাড়ি পেয়ে যাওয়ায় নাগের জলা বাসস্ট্যান্ডে তাদের যাওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার নাগের জলা বাসস্ট্যান্ডের ছোট-বড় যানবাহন চালক ও মালিকরা। কারণ ঘন্টার পর ঘন্টা গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকলেও দেখা মিলছে না কোনো প্যাসেঞ্জারের। এমতাবস্থায় বৃহস্পতিবার নাগের জলা বাসস্ট্যান্ডের যানবাহন চালকরা প্রশাসনকে একপ্রকার হুমকি দিয়ে জানিয়ে দিয়েছে, আগামীকাল থেকে নাগের জলার সমস্ত যানবাহন বটতলাতে এসে দাঁড়াবে। তার জন্য দায়ী থাকবে না নাগের জলা বাসস্ট্যান্ডের শ্রমিক সংঘ। তারা রাজ্যের পরিবহন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও এই বার্তা দিয়েছে।