Site icon janatar kalam

সমাজের উন্নয়নে মহিলাদের সশক্তিকরণ করতে হবে: সুশান্ত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহিলা সশক্তিকরণ এর উপর বিশেষ গুরুত্বারোপ করেছে রাজ্য সরকার। সেই দিকে লক্ষ রেখে জিরানিয়া বিধানসভা এলাকায় মহিলা স্ব সহায়ক দল গুলোর উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মহিলাদের উন্নয়নে ক্রমান্বয়ে কাজ করে গিয়েছে জিরানিয়ার রানির বাজার পুর পরিষদ। রানির বাজার পুর পরিষদ ও ত্রিপুরা শহুরী আজিবীকা মিশনের সহায়তায় বুধবার এক মেগা ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে।এদিন রানির বাজার পুরএলাকার 43 টি সহ সহায়ক দলের পদাধিকারীদের হাতে একান্নব্বই লক্ষ টাকা ঋণ মঞ্জুর সংক্রান্ত শংসাপত্র তুলে দেন তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান টি হয় গীতাঞ্জলি হল ঘরে।

Exit mobile version