Site icon janatar kalam

যানজট মুক্ত করতে নো পার্কিং এ জরিমানা ট্রাফিকের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শহরকে যানজট মুক্ত করতে মাঠে নেমেছে বিশালগড় ট্রাফিক পুলিশ। নির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্যত্র গাড়ি দাঁড়ালেই সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে স্পর্ট ফাইন। বুধবার বিশালগড় দক্ষিণ বাজারের নো পার্কিং জোন এলাকাতে যে সমস্ত গাড়ি দাঁড়িয়েছে, সেগুলির বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাফিক পুলিশ। বিনা কারণে গাড়ি দাঁড়ানোর জন্য প্রতিটি গাড়িকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত জরিমানা করেছে। কিছু কিছু গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাফিক আধিকারিক।সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনৈক ট্রাফিক আধিকারিক জানান, শহরকে যানজটমুক্ত রাখতে এবং দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশের এই ধরনের অভিযান প্রতিনিয়ত চলতে থাকবে। যাতে করে যানবাহন চালকরা যত্রতত্র পার্কিং করতে উদ্ধত না হয়। ট্রাফিক পুলিশের এই ধরনের উদ্যোগে সন্তোষ ব্যক্ত করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

Exit mobile version