Site icon janatar kalam

হর-ঘর তিরঙ্গা উদযাপনে বিজেপির গুচ্ছ কর্মসূচি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আজাদী কা অমৃত মহোৎসবকে সামনে রেখে রাজ্যেও পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ভারতীয় জনতা পার্টি এবছর এই অমৃত মহোৎসব উপলক্ষে ইতিমধ্যেই নানা কর্মসূচি গ্রহণ করেছে।
বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত। সাংবাদিকদের তিনি জানান, ভারতবর্ষের সুমহান ঐতিহ্য থাকার পরও প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ভারতবর্ষের দায়িত্ব নেওয়ার আগে ভারতবর্ষ একটি ভ্রষ্টাচার যুক্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদি আসার পর ২০১৪ সালের পর ভারতের এক নতুন পরিচিতি হয়েছে। তিনি আরো বলেন এই অমৃত মহোৎসবে কেন্দ্রের তরফ থেকে এক বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। আর তা হলো প্রত্যেক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের কার্যক্রম হর ঘর তিরঙ্গা অভিযান। এর জন্য দেশে কুড়ি কোটি দেশবাসীর বাড়িতে পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের প্রায় সাড়ে আট লাখ বাড়িতে পতাকা উত্তোলনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কারণ আমাদের জাতীয় পতাকা আমাদের রাষ্ট্রীয় চেতনার ঐতিহ্য। তাই প্রতিটি ঘরে ঘরে যাতে জাতীয় পতাকা তোলা হয় তার জন্য এখন চূড়ান্ত প্রস্তুতি চলছে। পার্টির বিভিন্ন সংগঠন থেকে এই কর্মসূচি সফল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া বিজেপি প্রদেশ রাজ্য সম্পাদকের ওপর। এক্ষেত্রে তাকে সহযোগিতা করার জন্য , বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি এবং এস টি মোর্চার প্রদেশ সভাপতি বিকাশ দেববর্মার ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানালেন বিজেপি প্রদেশ রাজ্য সম্পাদিকা। তাছাড়া তিনি জানান এই সম্পূর্ণ কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছে।

Exit mobile version