Site icon janatar kalam

হর্টিকালচার অধিকর্তাকে পান চাষীদের ডেপুটেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের পান চাষীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এবার সোচ্চার হল সারা ভারত কৃষকসভা ত্রিপুরা রাজ্য কমিটির পান চাষী উপ সমিতি। পান চাষীদের সহজ শর্তে ঋণ দেওয়া, সরকারি উদ্যোগে পান চাষের সহায়তা, রেগা প্রকল্পের নতুন পান বরজ গড়ে তোলা সহ মোট ৭ দফা দাবিতে বুধবার সমিতির এক প্রতিনিধিদল হর্টিকালচার দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এদিনের এই প্রতিনিধি মূলক ডেপুটেশনের নেতৃত্ব দেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। অধিকর্তার নিকট দাবী সনদ পেশ করে সমিতির রাজ্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্যে বর্তমানে ১৫ হাজারেরও বেশি পান চাষী রয়েছেন। আর এই পান চাষের পেছনে যুক্ত রয়েছেন আরো বহু মানুষ। তাই পান চাষীদের সুবিধার্থে বিগত দিনের সরকার বেশ কিছু প্রকল্প চালু করেছিল। কিন্তু সেই প্রকল্পগুলি ধরে রাখার কোন উদ্যোগ বর্তমান সরকারের নেই।

Exit mobile version