Site icon janatar kalam

সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাস্তার বেহাল দশা সংস্কারের দাবিতে এবার রাস্তায় নামলেন পরিবহন শ্রমিকরা। বুধবার এমনটা দেখা গেল আসাম আগরতলা জাতীয় সড়ক ও আমবাসা কমলপুর সড়কে। পৃথক পৃথকভাবে দুই জায়গায় এদিন পরিবেশ শ্রমিকরা রাস্তা অবরোধে সামিল হন। সকাল থেকে এই অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন যাত্রীরা। টানা প্রায় তিন ঘণ্টারও বেশি সময় অবরোধ চলার পর অবরোধ স্থলের ছুটে আসেন ধলাই জেলার জেলাশাসক। বেলা প্রায় সাড়ে এগারোটা নাগাদ জেলাশাসক অবরোধস্থলে এসে আন্দোলনকারী পরিবহন শ্রমিকদের সাথে কথা বলে শীঘ্রই রাস্তার সংস্কারের প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয়, এদিন তিনি অবরোধের জেরে রাস্তায় আটকে পড়া যাত্রীদের খাবার ও পানীয় জলেরও ব্যবস্থা করেন। জেলাশাসকের আশ্বাস পেয়ে এদিন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা। তবে প্রতিশ্রুতি মোতাবেক অবিলম্বে রাস্তার সংস্কার করা না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন পরিবহন শ্রমিকরা।

Exit mobile version