জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-হাতেগোনা মাঝে রয়েছে আর মাত্র ৬২ দিন। এরপরেই শারদীয়া দুর্গা উৎসবে মেতে উঠবেন রাজ্যের জাতি উপজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের মানুষ। গেল দুটি বছর করোণার কারণে পুজো অনেকটা ফিকে হয়ে ওঠে। এবারও করোনা মাঝেমধ্যে দাপট দেখানোর চেষ্টা করলেও, মানুষের মনে যেন সেই করোনার ভয় আগের মত নেই। করোনাকে চ্যালেঞ্জ জানিয়েই জনজীবন চলছে স্বাভাবিক গতিতে। তাই এবারের দুর্গাপূজা বেশ জমজমাট হবে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই বিগ বাজেটের ক্লাবগুলি দর্শনার্থীদের আকর্ষণ করার লক্ষ্যে নানা তিন নিয়ে পূজার প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেই দিক দিয়ে কোন অবস্থাতেই পিছিয়ে নেয় কুমোর পাড়ার মৃৎশিল্পীরাও। কোভিডে যেন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন এই মৃৎশিল্পীরা। সমস্ত ধরনের উৎসব পূজা পার্বণ একপ্রকার নিয়ম রক্ষার হয় প্রতিমা তৈরীর কাজ অনেকটাই স্তব্ধ হয়ে পড়ে। এই অবস্থায় বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় যেন স্বস্তিতে মৃৎশিল্পীরা। সামনেই রয়েছে দেবী মনসা ও দেব শিল্পী বিশ্বকর্মা পূজা। এরপরেই দুর্গাপূজা। তাই কুমোর পাড়ায় মৃৎ শিল্পীদের ব্যস্ততা এখন বেশ চরমে। মনসা ও বিশ্বকর্মার পাশাপাশি স্টুডিও গুলিতে চলছে বড় মাপের দুর্গা প্রতিমা তৈরির কাজ। শিল্পীদের প্রত্যাশা এবছর বহু ক্লাব বড় মাপের প্রতিমা দিয়ে পূজোর আয়োজন করবে। তবে প্রতিমা তৈরিতে কোন ধরনের খামতি লক্ষ্য করা না গেলেও অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন যেন শিল্পীরা। এর পরেও বহু আশা-আকাঙ্ক্ষা নিয়ে বড় মাপের প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত কুমোর পাড়ার মৃত শিল্পীরা।