Site icon janatar kalam

সীমান্ত সমস্যা নিয়ে বিবাদের জেরে আক্রান্ত মহিলা

জনতার কলম ত্রিপুরা উদয়পুর প্রতিনিধি :-সীমান্ত সমস্যায় আক্রান্ত এক সংখ্যালঘু মহিলা। ঘটনা উদয়পুর মহকুমার গকুলপুর এলাকায়।আহত মহিলার নাম নাজমা বেগম । সংবাদে প্রকাশ মঙ্গলবার দুপুরে নাজমা বেগমের বাড়ির সীমানার বেড়া উঠিয়ে ফেলে দেয় মোহন মিঞা ও মাথুর মিঞা নামে দুই ব্যক্তি।এ নিয়ে নাজমা বেগম প্রতিবাদ করায় তার ওপর আক্রমণ সংগঠিত করে ওই দুই ব্যক্তি। এই অবস্থায় সংখ্যালঘু সম্প্রদায়ের আক্রান্ত মহিলা কোনক্রমে তাদের হাত থেকে নিজেকে উদ্ধার করে দ্বারস্থ হয় আর কে পুর থানার।মামলা দায়ের করেছে আক্রমণকারী দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় গোকুলপুর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Exit mobile version