জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-স্বাধীনতার ৭৫বর্ষপূর্তিতে দেশের সর্বত্রই চলছে স্বাধীনতা দিবস উদযাপনের জোড় প্রস্তুতি। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে বিভিন্ন সেনা ও আধাসামরিক বাহিনী গুলিতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের প্রস্তুতি মহড়া চলছে জোড় কদমে। রাজধানী আগরতলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় আসাম রাইফেলস ময়দানে। আসাম রাইফেলস বাহিনীর জওয়ানরা পাশাপাশি পুলিশ, টিএসআর ও অন্যান্য সেনা জওয়ানরা এই মহড়ায় অংশ গ্রহণ করেছে।মঙ্গলবার রাজধানীর আসাম রাইফেলস ময়দানে দেখা গেল মহড়ার চূড়ান্ত প্রস্তুতি।পুলিশ, টি এস আর এবং আসাম রাইফেলস আধিকারিকরা ব্যস্ত জওয়ানদের প্রশিক্ষণ দিতে।