জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। হর ঘর তিরঙ্গা “আজাদী কা অমৃত মহোৎসব”-এর একটি অঙ্গ। কেন্দ্রীয় সরকারের “হর ঘর তেরঙ্গা” প্রচারাভিযানের অধীনে আগামী মাসে ১৩ই আগষ্ট থেকে ১৫ই আগষ্ট তিন দিনের জন্য সারা দেশে ২০ কোটিরও বেশি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলন করা হবে। সোমবার জিরানীয়ার অগ্নিবীণা হলঘরে জিরানীয়া মহকুমায় “হর ঘর তিরঙ্গা” কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে এবং ৭৬ তম স্বাধীনতা দিবস নানা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক বৈঠকে অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী শ্রী চৌধুরী সকলকে এই কর্মসূচি সঠিকভাবে রূপায়নের জন্য অনুরোধ জানিয়েছেন | জিরানীয়া মহকুমায় এই কর্মসূচি পালনের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জিরানীয়া মহকুমায় এই কর্মসূচি সফল রূপদানের জন্য ব্যাপক প্রচারাভিযান কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই কর্মসূচিতে আগামী ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট প্রতিটি বাড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এজন্য প্রশাসনিকভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য হর ঘর তেরঙ্গা অভিযানের উদ্দেশ্য হচ্ছে দেশপ্রেমের চেতনাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া। “হর ঘর তিরঙ্গা” কর্মসূচি দেশের নাগরিকদের মধ্যে দেশপ্রেমের নতুন বোধ জাগিয়ে তুলতে ব্যাপকভাবে অবদান রাখবে। এদিনের এই প্রস্তুতিমূলক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য,মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস,ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ সহ অন্যান্য সদস্য/ সদস্যরা, রাণীরবাজার পুর-পরিষদের পরিষদের ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।