Site icon janatar kalam

যুব তৃণমূল কংগ্রেসের মিছিল আগরতলায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগরতলা শহরে গরিব বিরোধী জিএসটি অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে রবিবার অনুষ্ঠিত হলো এক মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা, যুব সহ-সভাপতি নীল কমল সাহা, মহিলা সভাপতি পান্না দেব এবং অন্যান্য নেতৃত্ব। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহা বলেন, জিএসটির নামে সারা দেশের সাথে সাথে এই রাজ্যের গরিব জনগণকেও ঠকাচ্ছে। মুড়ি, চিরা এরকম ছোট ছোট জিনিসেও জিএসটি বসানো হয়েছে ।যেগুলো খেয়ে গরিব মানুষরা বেঁচে থাকে, সেইসব খাবারের মধ্যে জিএসটির নাম করে গরিব মানুষকে আরো গরিব বানানোর চেষ্টা করছে।তার বিরুদ্ধে যুব তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। অতি সত্বর এই গরিব বিরোধী জিএসটি বাতিল না করা হয় তাহলে প্রতিটি জেলাতে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হবে। যুবনেতা আরো বলেন, আজকে সারা দেশের মধ্যে কর্ম সংস্থানের জন্য হাহাকার। প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ছে কিন্তু মোদি সরকার ব্যস্ত কীভাবে বিরোধী দলের বিধায়ককে কেনা যায় এবং তাদের নিজেদের কীভাবে আখের গোছানো যায়। এই দেশের গরিব মানুষ কিভাবে বেঁচে থাকবে সেই ব্যাপারে ওদের কোন ভূমিকা নেই।”

Exit mobile version