Site icon janatar kalam

সদর জেলার যুবমোর্চার উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির

সদর জেলার যুবমোর্চার দামাল ছেলেরা করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতেও স্বাস্থ্য ব্যবস্থা সচল রাখার জন্য রক্তদানের কর্মসূচি নিয়েছে প্রতিটি হাসপাতলে। আজ আগরতলা মেডিকেল কলেজে সদর যুব মোর্চার সভাপতি সুকান্ত ঘোষ, প্রবীর, পঙ্কজ, আশিস, অসীম, সুশান্ত, রানা, প্রশেনজিত ঘোষ (নিলয়) এবং আরো বেশ কিছু যুবক এই রক্ত দানের উদ্যোগে মজেছে। এরা সকলেই আজ ‘আঠারোর প্রতীক’। এদের সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানালেন বিজেপি সদর আরবান জেলা সভাপতি অধ্যাপক ডঃ অলক ভট্টাচার্য্য মহোদয় তার সাথে অন্যদেরও এগিয়ে আসার আহ্বান করলেন ।

Exit mobile version