Site icon janatar kalam

প্রাপ্য পারিশ্রমিকের দাবিতে বিক্ষোভ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মা হর সিদ্ধি ইনফ্রা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি প্রাইভেট সংস্থা মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইলেকট্রিকের কাজে ওয়ার্কারদের নিয়োগ করা হয়। কিন্তু কাজ শেষ করার পরে শ্রমিকদের বকেয়া বিল মিটিয়ে দেয়নি কোম্পানি। তারা জানান ৮ থেকে ১০ লক্ষ টাকা মাথাপিছু পাওনা।চুক্তি অনুযায়ী কাজ করেও কোম্পানীর কাছ থেকে প্রাপ্য টাকা মেটানো হয়নি। অভিযোগ, কোম্পানী সংশ্লিষ্ট শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছেনা। প্রায় ৮ – ১০ লক্ষ টাকা করে পড়ে আছে কোম্পানীর কাছে। বকেয়া মেটানো নিয়ে তালবাহানা করে যাচ্ছে কোম্পানী। বাধ্য হয়ে পাওনা বকেয়া মেটানোর দাবীতে রাজধানীর কুমারীটিলায় সংশ্লিষ্ট কোম্পানীর অফিসের সামনে ধর্ণায় সরব হন তারা। শ্রমিকদের দাবী, তাদের বকেয়া মিটিয়ে দিতে হবে। অন্যথায় অফিস সম্পুর্ণ তালা বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তারা। এখন দেখার বিষয় অভিযুক্ত সংশ্লিষ্ট কোম্পানী কি পদক্ষেপ নেয়।

Exit mobile version