জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শিক্ষক নিয়োগের দাবিতে এবার ধারাবাহিক আন্দোলনে নামল বামপন্থী দুই ছাত্র সংগঠন এস এফ আই রাজ্য কমিটি ও টি এস ইউ কেন্দ্রীয় কমিটি।এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে বুধবার আগরতলা শহরে শিক্ষকের দাবিতে সংঘটিত হয় মিছিল। রাজধানীর মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবন থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন। মিছিলের নেতৃত্ব দেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব। এদিনের এই মিছিল প্রসঙ্গে ছাত্রনেতা শ্রীদেব সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের স্কুল পড়ুয়ারা তাদের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে রাস্তায় নেমে পড়ছেন। আর শিক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে মিথ্যার প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজ্যের শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোক রয়েছে। অথচ তাদের নিয়োগ নেই। রাজ্যের ছাত্রসমাজকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে সরকার। তাই ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়ে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে এই মিছিল। আগামী ৩১ জুলাই পর্যন্ত গোটা রাজ্যজুড়ে ধারাবাহিকভাবে চলবে এই আন্দোলন কর্মসূচি।