Site icon janatar kalam

সামাজিক দূরত্বের অভাব তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে

তেলিয়ামুড়া মহাকুমার সমস্ত রোগীদের একমাত্র ভরসা হলো তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালটি । বর্তমানে লকডাউন চলছে সারা দেশ জুড়ে । দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই জনগণের প্রতি আহ্বান রাখছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে । কিন্তু তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এসবের কোনো কিছুরই বালাই নেই । হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষেরও . যেখানে মাক্স পড়া বাধ্যতামূলক আর সেখানে অনেকের মুখেই নেই মাক্স । হাসপাতালের করিডোরে মানুষ রয়েছে জটলা পাকিয়ে । যদি এখানে কেউ Covid positive রোগী থেকে থাকে তবে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ । এখানে অনেক কে দেখা যাচ্ছে একসাথে বসে জটলা পাকিয়ে গল্প গুজব করতে । আবার দেখা যাচ্ছে দু- চারজন একসঙ্গে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে । হাসপাতালের মতো এমন একটি স্পর্শ কাতর জায়গায় এমন ছেলে খেলা ভাব কিভাবে হতে পারে ? তা নিয়ে প্রশ্ন অনেকেরই.

Exit mobile version