Site icon janatar kalam

কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে এবছর অসাধারন ফলাফল করলো ছাত্রছাত্রীরা। পাশের হার অতীতের যাবতীয় রেকর্ড অতিক্রম করল এবার। তবে এবারকার ফলাফলে আনুষ্ঠানিকভাবে কৃতিদের তালিকা প্রকাশিত না করা হলেও, মেধার দিক দিয়ে এবছর সংখ্যাটা যেন অনেকটাই বেশি। তাই সাফল্যের সাথে উত্তীর্ণ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে চলছে এখন সংবর্ধনা জ্ঞাপনের প্রক্রিয়া। বিভিন্ন সংগঠনের তরফে প্রতিনিয়তই কৃতি ছাত্র-ছাত্রীদের দেওয়া হচ্ছে সংবর্ধনা। বুধবার আগরতলা প্রেস ক্লাবে এমনই এক সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে আর ডি কমার্স স্টাডি সেন্টার। এদিনের এই অনুষ্ঠানে শহরের বেশ কয়েকটি স্কুলের মেধাবী ছাত্র-ছাত্রীদের দেওয়া হয় সংবর্ধনা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেব। মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে সংবর্ধনা স্বরূপ স্মারক উপহার তুলে দিয়ে এদিন শ্রীদেব ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি মা-বাবা ও এই সমাজের প্রতিও ছাত্র-ছাত্রীদের একটা দায়িত্ব রয়েছে। সঠিক লক্ষে পৌঁছানোর পাশাপাশি এই দায়িত্ব ও সমানভাবে পালন করতে হবে।

Exit mobile version