কংগ্রেসের সত্যাগ্রহ আন্দোলন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা তৃতীয় দিন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীকে জেরা করল ই ডি। দলের সর্বভারতীয় সভানেত্রীকে আবারো জিজ্ঞাসাবাদ চালানোর প্রতিবাদে গোটা দেশের সাথে রাজ্যেও পথে নামল কংগ্রেস দলের নেতাকর্মী সমর্থকরা। বুধবার আগরতলা সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে সদর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচি। এই সত্যাগ্রহ আন্দোলন কর্মসূচিতে অংশ নেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ দলীয় নেতা কর্মীরা। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, দেশের মানুষ নানা সমস্যায় জর্জরিত। এনিয়ে কংগ্রেস যখন প্রতিনিয়ত কথা বলছে তখন কোন উত্তর দিতে পারছে না তারা। বহু প্রশ্নে দিশাহারা হয়ে পড়ায়, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতে সোনিয়া ও রাহুল গান্ধীকে কালিমা লিপ্ত করতে এধরনের চক্রান্ত। কংগ্রেস দল ও দেশের মানুষ তাদের এই মানসিকতার জন্য ধিক্কার জানাচ্ছে। কংগ্রেস দল মানুষের জন্য রাজনীতি করে, মানুষের জন্য আওয়াজ তুলতে শুরু করেছে।