জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :-অবশেষে আমবাসা বাজারের বাস্তবায়িত হতে চলেছে জল নিষ্কাশনের আধুনিক ব্যবস্থা। বেশিরভাগ কাজই শেষ। অল্প বিস্তর কাজ বাকি তাও শেষ হবে দ্রুতই। বিশেষ করে টিআরটিসি পাড়া থেকে নেমে আসার জলে প্লাবিত হয়ে পড়তো আমবাসা বাজার। আর এই জল নিষ্কাশনের উপযুক্ত ড্রেন ছিলনা এতোদিন। এখন জল নিষ্কাশনের জন্য উদ্যোগ গ্রহণ করল আমবাসা পৌর পরিষদ। বুধবার ড্রেনের কাজ পরিদর্শনে গেলেন আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা পুরো পরিষদের সিইও সহ প্রশাসনিক এক প্রতিনিধিদল। ছোটখাট কিছু সমস্যা এখনো আছে, তবে আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুতই শেষ হবে ড্রেনের কাজ জানালেন প্রতিনিধিদল।