Site icon janatar kalam

তেইশের লক্ষ্যে মহিলা মোর্চা

জনতার কলম ত্রিপুরা, আমবাসা প্রতিনিধি :-বিজেপি ধলাই জেলা মহিলা মোর্চার জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। আমবাসাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সকাল ১১ টা থেকে শুরু হয় কার্যকারিনী বৈঠক। দলীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে শুরু হয় কার্যকরণী বৈঠক । আয়োজিত জেলা কার্যকরণী বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা দেব , বিজেপি ধোলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, ৪৭ আমবাসা মন্ডলের সভাপতি চন্দন ভৌমিক সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা। এদিন জেলা সভানেত্রী দীপা দেব বলেন প্রতি তিন মাস অন্তর অন্তর তাদের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা ও আগামী দিনে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা ঠিক করা হয়। পাশাপাশি তিনি বলেন তেইশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় আজ আলোচনা হবে তাদের এই কার্যকারিনী বৈঠকে।

Exit mobile version