Site icon janatar kalam

বুলডোজার চালিয়ে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিস উড়িয়ে দিল প্রশাসন ।।*

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বাংলায় একটা চলতি প্রবাদ আছে— “অভাগা যেদিকে চায় সাগর শুকাইয়া যায়” । সেই মোতাবেক বিগত ২০১৮ সালে রাজ্যে পালা বদলের পর থেকেই একাংশ বাম সংগঠনের উপর যেন দফায় দফায় বিশাল ধ্বস আছড়ে পড়ছে । কোথাও পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথাও বা সংগঠনের সদস্যরা আক্রমণের শিকার হচ্ছে, আবার কোথাও প্রশাসন কর্তৃক বুলডোজার চালিয়ে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে ইজারা নেওয়া স্থানীয় একাংশ বাম সংগঠনের দখলকৃত অফিস । আর সেই মোতাবেক মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ বুলডোজার চালিয়ে বাম কর্মচারী সংগঠন অর্থাৎ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিস গুড়িয়ে ধূলিসাৎ করে দেয় প্রশাসন কর্তৃপক্ষ । তদোঃপরি আইন শৃঙ্খলা বজায় রাখতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নির্দেশে গোটা তেলিয়ামুড়ায় মোতায়েন ছিল বিশাল পুলিশ ও TSR বাহিনী । ঘটনার বিবরণে প্রকাশ, বিগত ১৯৯৩ সালে একক সংখ্যাগরিষ্ঠতায় জনগণের বিপুল সমর্থনে ত্রিপুরা রাজ্যে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অর্থাৎ বাম সরকার ক্ষমতায় আসে । আর এর পরেই বাম কর্মচারী সংগঠনের রাজ্য কমিটি অর্থাৎ ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি তৎকালীন ত্রিপুরা সরকারের কাছ থেকে সংবিধানকে মান্যতা দিয়েই আইন মোতাবেক তেলিয়ামুড়ার বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি খালি সরকারী ভূমি কেন্দ্র ৩০ বছরের জন্য ইজারা নিয়েছিল । আর সেই ৩০ বছরের সরকারি ভূমি কেন্দ্রটি দখলের ইজারার মেয়াদ বর্তমান ২০২২ সালের জুন মাসে শেষ হয়ে যায় । আর সেই মোতাবেক ত্রিপুরা হাইকোর্টে সরকারি জায়গা দখলের দায়ে বর্তমান রাম অর্থাৎ বিজেপি আমলে একটি মামলাও চলে । কিন্তু সেই মামলায় শেষ পর্যন্ত গত জুলাই মাসের ১৪ তারিখ একটি আদেশ বের হয় দখলকৃত এই সরকারি জায়গাটি আগামী ১০ দিনের মধ্যে সম্পূর্ণ খালি করার জন্য । কিন্তু দুর্ভাগ্যবশতঃ সেই হাইকোর্টের নির্দেশ বাম ত্রিপুরা কর্মচারী সংগঠনের কাছে এসে পৌঁছুয় দু’দিন পর অর্থাৎ জুলাই মাসের ১৬ তারিখ । সেই মোতাবেক ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি কর্তৃপক্ষ ঠিক সময় মতো ১০ দিন পায় নি এমনটাই রয়েছে অভিযোগ । যদিও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি মেয়াদোত্তীর্ণ সেই দখলকৃত সরকারী ভূমিটি পুনরায় আগামী আরো ৩০ বছরের ইজারার জন্য একটি রিট পিটিশন দাখিল করে ত্রিপুরা হাইকোর্টে । আর সেই বাম কর্মচারী সংগঠনের তরফ থেকে হাইকোর্টে পুনরায় দাখিল করা রিট পিটিশনের চূড়ান্ত নির্দেশ ও ফলাফল আসার আগেই পূর্ব নির্দেশনার ঠিক ১০ দিনের মাথায় প্রশাসন কর্তৃপক্ষ সেই আদেশমূলে আজ রবিবার দুপুর আনুমানিক 2 টা নাগাদ বুলডোজার নিয়ে এসে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিস ভেঙে পুরোপুরি গুঁড়িয়ে দেয় । আর সেই লক্ষ্যে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়ার নির্দেশে গোটা তেলিয়ামুড়া বাজার এলাকায় মোতায়ন ছিল বিশাল পুলিশ ও TSR বাহিনী । যদিও সেই সময় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সদস্যরা ছিল শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ । এইদিকে পূর্ব ৩০ বছরের ইজারার মেয়াদ শেষ হওয়াতে বুলডোজার দিয়ে প্রশাসন বাম কর্মচারী সংগঠনের অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ফলে কর্মচারী সংগঠনের সদস্যদের মাথায় যেন এক প্রকার আকাশ ভেঙে পড়ে । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, ত্রিপুরা হাইকোর্ট পুনরায় রিট পিটিশনের দাখিলের প্রতি বিবেচনা করে আবারো কি আগামী ৩০ বছরের জন্য ইজারার নির্দেশ দেয় কি না — সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল ।।

Exit mobile version