জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সাংগঠনিক সফরে রাজ্যে এলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। দলের সাংগঠনিক অবস্থা পর্যালোচনা করতেই মঙ্গলবার রাজ্যে এলেন তিনি। এদিন সকালের বিমানেই তিনি আগরতলার মাটিতে পা রাখেন। বিমানবন্দরে দলের সর্বভারতীয় নেতাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, দলের রাজ্য প্রভারী বিনোদ সোনকর, প্রদেশ নেতা টিংকু রায় সহ আরো অনেকে। জানা গেছে রাজ্য সফর কালে দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ রাজ্য বিজেপির বিভিন্ন পদাধিকারী মন্ত্রী ও বিধায়কদের সাথে পৃথক পৃথকভাবে বৈঠক করবেন। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক অবস্থা তিনি খতিয়ে দেখবেন বলে দলীয় সূত্রে খবর।