জনতার কলম ত্রিপুরা কুর্তি প্রতিনিধি :-মঙ্গলবার কারগিল বিজয় দিবস। সারা রাজ্যের সাথে কদমতলা কুর্তি বিধানসভায় যুব মোর্চার উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। কারিগিলের শহীদের প্রতি শ্রদ্ধা ও ঐতিহাসিক দিনটিকে স্মরনে গোটা রাজ্যেই তেরেঙ্গা যাত্রা ও প্রভাত ফেরি করেছে যুব মোর্চা। চুরাইবাড়ি সেইলট্যাক্স গেইট সংলগ্ন বিজেপি অফিস থেকে তেরেঙ্গা যাত্রা শুরু হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি এসটি পাড়া পর্যন্ত পরিক্রমা করে পুনরায় দলীয় অফিসের সামনে এসে শেষ হয়। এই তেরেঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারি সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, মন্ডল সভাপতি রাজা ধর, যুব মোর্চার মণ্ডল সম্পাদক ইকবাল হোসেন, সহ সভাপতি জন্মজিৎ কানু সহ অন্যান্যরা।