Site icon janatar kalam

ঐতিহ্যের কের পূজা শুরু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের জাতি উপজাতি মানুষের সার্বিক মঙ্গলার্থে বিগত দিনের মতো এবারও শুরু রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা। সোমবার রাতে অধিবাসের পর মঙ্গলবার সকাল থেকে শুরু হলো এই পূজা। রাজন্য আমল থেকে ত্রিপুরায় এই কের পূজা হয়ে আসছে।রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা প্রথা অনুযায়ী খার্চি পূজা শেষ হওয়ার ৭ দিন পর শুরু হয়। রাজন্য আমল থেকে রাজ্যে হয়ে আসছে এই পূজা। সুখ সমৃদ্ধি কামনায় এবং জরারবিধি থেকে মুক্তি পাওয়ার জন্য এই পূজার আয়োজন। কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। এই গণ্ডির মধ্যে যারা প্রবেশ করেন তারা দুই দিন কের পূজা শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারবে না। একই সময়ে পুজোর চারপাশে নির্দিষ্ট এলাকায় জন্ম, মৃত্যু নিয়েও রয়েছে নিষেধাজ্ঞা। এর পাশাপাশি অতি বৃদ্ধ, গর্ভবতী মহিলাদের পুজোর গণ্ডির দিকে আসতে দেওয়া হয় না। এরকম বহুবিধন নিয়ম রয়েছে এই পূজায়। তাই
পরম্পরাগতভাবেই উজ্জয়ন্ত প্রাসাদের একটি নির্দিষ্ট জায়গায় এই পূজার আয়োজন করা হয়।
রাজন্য আমল থেকে চলে আসা এই পূজার মূল উদ্দেশ্য হলো সুখসমৃদ্ধি কামনা ও জরা বিধি থেকে মুক্ত হওয়া।

Exit mobile version