জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দুর্নীতির দায়ে ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লির ইডি অফিসে মঙ্গলবার হাজীরা দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।কংগ্রেসের অভিযোগ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে।তারই প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস দল সারাদেশে মঙ্গলবার সত্যাগ্রহ আন্দোলনে শামিল হয়েছে। একই সঙ্গে আগরতলা কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে তিরঙ্গা পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয় গান্ধী ঘাটস্থিত গান্ধীর সমাধি স্থলে সত্যাগ্রহ আন্দোলনে বসেছে কংগ্রেস সেবা দলের নেতৃবৃন্দ। একই সঙ্গে সত্যাগ্রহ আন্দোলন পালন করছে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। আন্দোলনে শামিল হয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় , বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা প্রমূখ। প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা জানান, সারা রাজ্য থেকে আজকের দিনে কংগ্রেস নেতৃবৃন্দরা এসে আন্দোলনে সামিল হবে।তবে মিছিলে দেখা যায়নি সদ্য কংগ্রেস দলে যোগ দেওয়া আশীষ সাহা ও সুদীপ রায় বর্মনকে।