জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- সবুজ শহর তেলিয়ামুড়ার স্নিগ্ধ ও কোমল আকাশ বাতাসকে যেন এক প্রকার ভারী ও শ্বাসরুদ্ধকর করে তুলেছে তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত অম্পি চৌমুহনী এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের মোড়ে বসানো তেলিয়ামুড়া পুর পরিষদ কর্তৃক দীর্ঘদিন ধরে ডাস্টবিনে জমা অবস্থায় পড়ে থাকা পচা ও আবর্জনার স্তূপ থেকে নির্গত দুর্গন্ধ । কিন্তু এই ব্যাপারে তেলিয়ামুড়া পুর পরিষদ রয়েছে এক প্রকার দিবা নিদ্রায় আচ্ছন্ন মূলতঃ বলা চলে । যদিও প্রায় অনেক বার দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট দপ্তর তথা তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় নেতা আমলের উক্ত নিত্য সমস্যার সমাধান বারংবার জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না । বলা চলে, গোটা তেলিয়ামুড়া শহরে সুন্দর ও নির্মল পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে তেলিয়ামুড়া পুর পরিষদ যেন এক প্রকার ব্যর্থমুখী । উল্লেখ্য, তেলিয়ামুড়া পুর পরিষদ অফিস কক্ষে অসংখ্য ডাস্টবিন পড়ে থাকা সত্ত্বেও গোটা তেলিয়ামুড়া শহরের মধ্যে জাতীয় সড়কের মোড়ে কোথাও কোথাও ডাস্টবিন রয়েছে আবার কোথাও কোথাও ডাস্টবিন নেই । ফলে স্থানীয় দোকানদার সহ ও পথ চলতি সাধারণ মানুষ তাদের নিত্য ব্যবহৃত সমস্ত আবর্জনা ও জঞ্জাল স্তুপ করে জাতীয় সড়কের পাশে স্থানীয় ফুটপাতে এমনকি স্থানীয় একাংশ দোকানের সামনেও । তবে গোটা শহরে সাধারণ যে ক’টা জায়গায় ডাস্টবিন রয়েছে সেগুলোও পুর পরিষদ কর্তৃক হচ্ছে না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা । স্থানীয় সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত সামগ্রী ও আবর্জনা ওই ডাস্টবিনে জমিয়ে রাখার ফলে ১ দিনের মধ্যেই ডাস্টবিন পূর্ণ হয়ে শেষ পর্যন্ত পচা আবর্জনা ও জঞ্জাল জাতীয় সড়কের মধ্যে চলে আসে । ফলে দীর্ঘদিন ধরে জমে থাকা এই আবর্জনা স্তূপ থেকে পচা এক দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে । যার ফলে স্থানীয় পার্শ্ববর্তী দোকানদার থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষের চলাচল করা এক প্রকার বাঁধার অন্তরায়ঃ হয়ে দাঁড়িয়েছে । যেখানে বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে জেলাভিত্তিক ও মহকুমা ভিত্তিক মূলতঃ এক প্রকার নির্দেশ রয়েছে যে, বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে আমাদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, সেই জায়গায় তেলিয়ামুড়া পুর পরিষদ যেন পরিষ্কার পরিচ্ছন্নতা’কে এক প্রকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলছে । গোটা তেলিয়ামুড়া শহরের চারপাশ যেন জঞ্জালের আস্তানায় পরিপূর্ণ । তবে নেই কোন হেলদুল সংশ্লিষ্ট দপ্তরের । যার ফলে এই পচা দুর্গন্ধ আবর্জনার স্তূপ থেকে হতে পারে করোনা ভাইরাস জনিত আরও এক কঠিন রোগাব্যাধি । এখন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষের প্রশাসনের কাছে শুধুমাত্র একটাই আবেদন, অতি শীঘ্রই যেন তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও নির্মল মনোরম রাখতে সচেষ্ট হয় তেলিয়ামুড়া পুর পরিষদ । এখন মূলতঃ এটাই দেখার বিষয় যে, সংবাদ পরিবেশনের পরেও সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ তেলিয়ামুড়া পুর পরিষদের নেতা আমলাদের কুম্ভ-নিদ্রা আদৌও ভাঙ্গে কি না !!