Site icon janatar kalam

হেনরি ডিরোজিও স্কুলে নার্সারি বিভাগের উদ্বোধন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা কুঞ্জবনস্থিত হেনরি ডিরোজিও স্কুলে বিদ্যা জ্যোতি প্রকল্পে স্কুলের নার্সারি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এক আনন্দঘন ও পরিবেশের মধ্য দিয়ে এদিন সকালে স্কুলের নার্সারি বিভাগের উদ্বোধন করলেন আগরতলা পৌরনিগমের মেয়র ইন কর্পোরেটর হীরালাল দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরের মহকুমা শাসক অসিম সাহা সহ স্কুলের প্রধান শিক্ষক। নার্সারি বিভাগের উদ্বোধনী পর্বে এলাকার অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর দাবি ছিল স্কুলে নার্সারি বিভাগ চালু করার। অবশেষে দেরিতে হলেও দাবি মেনে স্কুলের নার্সারি বিভাগের পথ চলা শুরু হলো সপ্তাহের প্রথম দিন।

Exit mobile version