জনতার কলম ত্রিপুরা ধর্মনগর প্রতিনিধি :- রাস্তা সংস্কারে দাবিতে সকাল থেকে পথ অবরোধ গ্রামবাসীদের | ঘটনা ধর্মনগর জোড়া কালভার্ট এলাকায় । অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সংস্কার করার কোন উদ্যোগ গ্রহন করা হচ্ছে না |ফলে বাধ্য হয়ে গ্রাম বাসীরা তাদের দাবি পুরণের লক্ষে সোমবার জোড়া কালভার্ট থেকে ইচাই লাল ছড়ার সড়কটি অবরোধ করে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।