জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সোমবার সকালে রাজ্যের বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীদের অবিলম্বে নিয়োগের দাবিতে রতন লাল নাথের বাড়ি ঘেরাও করেছে যুব কংগ্রেস। যুব কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন কালো পতাকা দেখিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে।এদিকে যুব কংগ্রেসের এই বিক্ষোভ আন্দোলন কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে গিয়েছে।বিক্ষোভ কর্মসূচিতে যুব কংগ্রেস সহ-সভাপতি শাহজাহান আলম পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। যুব কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচি আগামী দিনে সারা রাজ্যে জারি করা হবে বলেও জানিয়েছে নেতৃবৃন্দ।