Site icon janatar kalam

জরুরী দাবি নিয়ে রাস্তায় বাম ছাত্র যুবরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্রতিবছর পঞ্চাশ হাজার সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি পূরণ, টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগ ও বছরে দুইবার টেট পরীক্ষা নেওয়া, অবিলম্বে জেআরবিটি পরীক্ষার ফলাফল প্রকাশ, রাজ্যে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ, রেগা ও টুয়েপে 200 দিনের কাজের নিশ্চয়তা ও মজুরি বৃদ্ধি সহ মোট আট দফা দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামল বামপন্থী দুই ছাত্র যুব সংগঠন সারা ভারত যুব ফেডারেশন ও সারা ভারত ছাত্র ফেডারেশনের রাজ্য শাখার কর্মীরা। রবিবার সরকারি ছুটির দিন আগরতলা সিটি সেন্টারের সামনে ছাত্র যুবরা দাবিগুলি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শন করল। এদিনের এই বিক্ষোভ প্রদর্শন থেকে সংগঠন দুটির এক প্রতিনিধি দল প্রশাসনিক আধিকারিক এর সাথে দেখা করে তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে এদিন যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দাবি গুলি তুলে ধরে বলেন রাজ্যের বেকার যুবক যুবতী ও শ্রমিক কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলি নিয়ে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Exit mobile version