জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রবিবার সরকারি ছুটির দিন ওয়ার্ড এলাকায় অনুষ্ঠিত হয় নবনিযুক্ত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে এক পদযাত্রা। শুধু তাই নয় একই সাথে এদিন ১৪ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বচ্ছ ভারত প্রচার অভিযান ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সেনিটাইজার বিতরণ কর্মসূচি। এদিনের এই গুচ্ছ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পোরেটর, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি ও অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি নেতা শ্রী ভট্টাচার্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সর্বোচ্চ আসনে বসিয়ে প্রধানমন্ত্রী যে মানসিকতার পরিচয় দিয়েছেন, তাতে দেশের মানুষ খুবই খুশি।